ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যাত্রাবাড়ীতে  পরিবহন চাঁদাবাজ চক্রের  ৭ জন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ২৫ জুন ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে  পরিবহন চাঁদাবাজ চক্রের  ৭ জনকে আটক করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি  দল গতকাল সোমবার দুপুর আনুমানিক  পৌনে ১ টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এবং শনির আখরা এলাকায়  সন্ধ্যা আনুমানিক  সাড়ে ৭ টার দিকে  পৃথক ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

মঙ্গলবার দুপুরে  র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এই প্রতিবেদকে এসব তথ্য জানান।  তিনি জানান,  আটক ব্যক্তিরা হলো মোঃ আবু হানিফ (৩৫), মোঃ আবুল বাশার (৪০), মোঃ জসিম খান (৩৫), মোঃ ইসমাইল হোসেন জনি (৪৪), মোঃ আকাশ (৫০), মোঃ ইউসুফ বেপারী (৪০) ও রাসেল (২৭)। 

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী কাজলা দক্ষিনপাড়া, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুরের ফরিদগঞ্জ, মুন্সিগঞ্জের সিরাজদিখান ও ভোলা জেলার ভোলা সদর থানা এলাকায় তাদের গ্রামের বাড়ি বলে জানিয়েছে র‌্যাব। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৯,১৯০ টাকা, ৪ টি কাঁঠের লাঠি ও ৭ টি মোবাইল  ফোনসেট উদ্ধারমূলে জব্দ করা  হয়।   

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
    
আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি